• mgclalpur@yahoo.co.in
  • +91 9083255098

About The College


মহাত্মা গান্ধী কলেজ

জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মশতবর্ষ পালনের উদ্দেশ্যে পুরুলিয়া জেলার হুড়া ব্লকের বিশিষ্ট ব্যক্তিবর্গ ১৯৬৮ সালে মহাত্মা গান্ধী সেন্টিনারি কমিটি গঠন করেন কমিটির পক্ষ থেকে এই অঞ্চলের উচ্চশিক্ষা প্রসারের জন্য মহাত্মা গান্ধীর নামে একটি মহাবিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়াহয়। সেই পরিকল্পনার সূত্রধরে ১৯৬৮ সালের ৯ ই নভেম্বর তদানীন্তন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (হুড়া) ভবতোষ মাঝি মহাশয়ের উপস্থিতিতে এলাকার শিক্ষানুরাগী সাধারণ মানুষ ভাগাবাঁধ ও মাগুড়িয়া মৌজায় মোট ১৭  একর ৭৫ ডেসিমল জমি দান করেন। এরপর ১৯৭৫ সালের ২৪ সেপ্টেম্বর তদানীন্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায় মহাশয় হুড়ায় জনসভা করতে এলে এলাকার বিধায়ক শশধর মাহাত মহাশয় প্রস্তাবিত কলেজ স্থাপনের উদ্যোগের কথা উনার দৃষ্টিগোচরে আনেন। যারফলস্বরূপ ১৯৭৬ সালে Intermediate College হিসেবে কেবল উচ্চমাধ্যমিক পঠন-পাঠনের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তবে উদ্যোগ এখানেই থেমে থাকেনি, শিক্ষানুরাগী মানুষদের নিরলস প্রচেষ্টা চলতে থাকে এবং তাদের স্বপ্ন সফলতার মুখ দেখে ১৯৮১ সালের ২৩ শে এপ্রিল । ঐদিন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের আদেশ বলে(G.O NO-777-EDN(CS)/4C-7/80) একটি ডিগ্রি কলেজ (কো-এডুকেশনাল) রূপে আত্মপ্রকাশ করে। কিন্তু পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে মহাত্মা গান্ধী কলেজ, লালপুর নামেই কলেজটি নামাঙ্কিত করা হয়। ঐবছরেই ১৪ জুলাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুমোদন লাভ করে সেপ্টেম্বর মাসে ৩৭ জন ছাত্র-ছাত্রী নিয়ে কলেজের পথচলা শুরু হয়। সৌভাগ্যক্রমে ১৯৮১ সালের ২ রা নভেম্বর লতিকা সরকার সহ ৫ জন অধ্যাপক- অধ্যাপিকা কলেজে যোগদান করেন। মাননীয়া লতিকা সরকার প্রথম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। এলাকাবাসীর স্বপ্ন পূর্ণতা পায়। সকলেই সেইআনন্দ ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে তদানীন্তন কলেজ পরিচালন সমিতি এলাকার সমস্ত মানুষের উপস্থিতিতে সাড়ম্বরে আনুষ্ঠানিক ভাবে কলেজের পঠন-পাঠন শুরু করলেন ১৯৮১ সালের ২৬ নভেম্বর। সেইদিনটিকেই  কলেজের প্রতিষ্ঠা দিবস হিসেবে এখনো পালন করা হয়

সময়ের সাথে সাথে যুগের প্রয়োজনে কলেজের শিক্ষক,শিক্ষাকর্মী, পরিকাঠামো ব্যবস্থা বাড়তে থাকে।বর্তমানে এইকলেজে কলাবিভাগ,বিজ্ঞানবিভাগ ও কমার্স পড়ানোর ব্যবস্থা আছে। মোট ১২টি বিষয়ে অনার্স ও 18 টি বিষয়ে পাশ পড়ানো হয়। বর্তমানে কলেজটিতে মোট ২৪ জন (১৯ জন শিক্ষক, ৫ জন শিক্ষিকা) পূর্ণ সময়ের শিক্ষক, ১ জন সহকারী গ্রন্থাকারিক, ২৯ জন (২০ জন শিক্ষক, জন শিক্ষিকা) স্যাক্ট শিক্ষক ও ৮ জন শিক্ষাকর্মী রয়েছেন। কলেজটি প্রথমে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে খোলা হলেও ২০১১ সালে পুরুলিয়া জেলায় সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে কলেজটি উক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হয়বর্তমানে কলেজের ছাত্র-ছাত্রীর সংখ্যা দু-হাজার আটশ -এর কাছাকাছি। কলেজটি পুরুলিয়া-বাঁকুড়া জাতীয় সড়ক ৬০ এর উপর অবস্থিত হওয়ায় অনেক ছাত্র-ছাত্রী বাঁকুড়া থেকে পড়াশোনা করতে আসে।কলেজে ছাত্রদের জন্য দুটি এবং  সংখ্যা  লঘু ছাত্রীদের জন্য একটি ছাত্রাবাস রয়েছে, রয়েছে খেলার মাঠ, জিমখানা এবং প্রায় ১৮হাজার বই নিয়ে একটি লাইব্রেরী।গ্রাম কেন্দ্রিক কলেজ হলেও এখানকার ছাত্র-ছাত্রীরা সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়তে উল্লেখ করার মতো রেজাল্ট করছে।কলেজের শিক্ষাবিজ্ঞান বিভাগ গতকয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয় টপার দিয়ে এসেছে। রাজ্য লেভেল এবং বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের ছেলেমেয়েরা বিশেষ স্বীকৃতি এনে দিয়েছে।পরিশ্রমী ছেলে মেয়েদের ঐকান্তিক অধ্যাবসায় এই কলেজের এনসিসি(NCC) ডিপারমেন্টকে জেলার যে-কোনো কলেজের কাছে ঈর্ষণীয় করে তুলেছে। কলেজের চারজন এনএসএস(NSS) প্রোগ্রাম অফিসার -এর পূর্ণসহযোগিতায় জেলার UNISEF এর SBCC সেল ভলেন্টিয়ার  দের নিয়ে SC, ST অধ্যুষিত দত্তকগ্রাম গুলিতে সচেতনতা মূলক অনুষ্ঠানের মাধ্যমে উন্নতমানের জীবনধারায় শুধু শিক্ষিতই নয়, ছাত্র-ছাত্রীদের সামাজিক ও আচরণগত পরিবর্তন করে চলেছে। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে এই কলেজের ছাত্র-ছাত্রীরাও জেলা, রাজ্য, জাতীয় স্তরে অংশগ্রহণ করে।এলাকার ছাত্র-ছাত্রীদের পিজি (PG) পড়ার সুযোগ করে দিতে  ২০১৯ সাল থেকে নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (NSOU) -এর স্টাডি সেন্টার খোলা হয়েছে। কলেজটি ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদন (2f date-21.06.1990,12B date-21.06.1990) পেয়েছে এবং 9th, 10th plan, 11th & 12th plan এরঅধীনে আর্থিক সহায়তা লাভ করেছে। এই অর্থের সাহায্যে প্রয়োজনীয় শ্রেণীকক্ষ তৈরি, খেলার সামগ্রী, গ্রন্থাগারের বই, কম্পিউটার, ICT রুম করা ছাড়াও Seminer, Carrer Councelling, Translation Proficiency এর মতো কোর্স চালু করেছে ।সমস্ত ক্ষেত্রেই UGC Clearence Certificate পেয়েছে। এই সমস্ত কিছু নিয়ে কলেজটি NAACএর প্রথম cycle পেরিয়ে দ্বিতীয় cycle শেষকরেছে ২০১৬সালের আগস্ট মাসে। NAAC এরমূল্যায়ন Bও CGPA 2.53 থাকায় RUSA (রাষ্ট্রীয়উচ্চতরশিক্ষাঅভিযান) 2.0 এর আওতায় ২ কোটির মধ্যে এখনো পর্যন্ত ১.৫ কোটি অনুদান পেয়েছে এবং সফলভাবে তা ব্যবহার করতে পেরেছে। ঐ আর্থিক সহায়তায় Students Common Room, Toilet Block ,Ramp, Admistrative Block, Main Gate, 1st Floor of Boys Hostel, Master Drain, Cycle Stand, Campus lightening করা হয়েছেরিলায়েন্স জিও -এর সহায়তায় কলেজ ক্যাম্পাস এর একটি বড় অংশ wi-fi এর আধীনে এসেছে। ২০২০ সালের কোভিড পরিস্থিতিতে ক্লাসরুম টিচিং বন্ধ হলে সারা পৃথিবীর অন্যান্য Academic Institute এর মতো এখানেও Online Teaching Learning Process চালু হয়েছে ও এখনো চলছে

Student Welfare Scheme এর অধীনে SC, ST, MINORITY, OBC সম্প্রদায়ভুক্ত প্রায় সমস্ত ছাত্র-ছাত্রীরা সরকারি স্কলারশিপের সুবিধা পাচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত কন্যাশ্রী, বিবেকানন্দ Merit Scholarship, Students Credit Card এর সুবিধা এখানকার ছাত্র-ছাত্রীরা পেয়ে থাকে। ২০০৫ সালে কলেজের ২৫তম বর্ষ পূর্তিতে তদানিন্তন সাংসদ ফান্ড -এর সাহায্যে কলেজে একটি ২০০ আসন বিশিষ্ট কনফারেন্স হল তৈরি হয়েছে।এইসময় ৫টি বিষয়ে সাম্মানিক ও ৮টি বিষয়ে জেনারেল কোর্সপড়ানো হত।  আসন সংখ্যা ছিল সাম্মানিক বিভাগে ১৬৫ ও জেনারেল কোর্সে ৬৫০টি। পরবর্তী কালে আর কয়েকটি বিষয় বিশেষত সান্তালি ভাষা, শরীরশিক্ষা,কম্পিউটার সায়েন্সের ডিগ্রী কোর্স খোলা হয়। বর্তমানে পাশ আউট প্রতিবছর গড়ে। যদিও প্রতিটি বিভাগে নির্দিষ্ট সংখ্যক প্রয়োজনীয় পূর্ণসময়ের শিক্ষক নেই।কিন্তু কলেজ কর্তৃপক্ষের ইচ্ছায় কিছু ভিজিটিং  শিক্ষক নিয়োগ করে পড়াশোনার মান বজায় রাখার চেষ্টা করা হয়। প্রতিবেশী কলেজ গুলোর সাথে যৌথ উদ্যোগে সেমিনার, Online Class Sharing ইত্যাদির মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখা হয়। কলেজের অভ্যন্তরীণ পরিবেশে ফাঁকা জায়গা উপযুক্ত ভাবে ব্যবহারের জন্য NAAC Pear Team এর  পরামর্শ অনুযায়ী ২৫০টি বিভিন্ন রকমের ফলের গাছ লাগিয়ে তার পরিচর্যা চলছে। এলাকা বাসী কলেজ তৈরির সময় প্রায় পাঁচ বিঘা জায়গার উপর থাকা একটি পুকুরের প্রায় সম্পূর্ণ অংশই কলেজকে দান করেছে। RUSA 2.O এর অর্থানুকুল্যে তৈরি হওয়া Master Drain ও Side Drain গুলির মাধ্যমে ক্যাম্পাস এর সমস্ত বৃষ্টির জল পুকুরে আসতে সাহায্য করছে এবং Rai nWater Harvesting এর পথে কলেজকে এগিয়ে দিয়েছে। কলেজের NSS, NCC, Physical Education বিভাগের ছাত্র-ছাত্রীদের শ্রম দানে ক্যাম্পাসটি Plastic Free Green Campus এর Status Maintain করে চলেছে।

Best practice:

১)শিক্ষক শিক্ষাকর্মী ছাত্র-ছাত্রী এবং কলেজ পরিচালনার সাথে যুক্ত সমস্ত ধরনের মানুষের মধ্যে একতা বজায় রাখারজন্য, বছরে বেশ কয়েকবার একসাথে খাওয়া এবংবেড়ানোর ব্যবস্থাকরা হয়। প্রতি বছর সরস্বতী পুজোর পর ছাত্রছাত্রীরা একবার এই আয়োজন করে।

২) সমস্ত ধরনের সরকারি সুবিধা পাওয়ার পরও যদি কোন ছাত্র-ছাত্রী অর্থনৈতিক কারণে পড়াশোনা ছাড়ার মতো অবস্থায় আসে, তাকেসাহায্যকরার জন্য ছাত্র ছাত্রীরা নূন্যতম অর্থ সাহায্য  করে Poor Boys Fund তৈরি করেছে। যা অন্য সময় ছাড়াও Lock Down Period-এ ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা দিতে সাহায্য করেছে। কলেজের অ্যালুমিনি নথিভুক্ত না হলেও তাদের অবদান রেখে চলেছে বিশেষ করে এনসিসি(NCC) ছাত্র-ছাত্রীরা যারা ডিফেন্স অথবা ফোর্সে চাকরি করে তারা নতুন ছাত্র -ছাত্রীদের সাহায্য এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য কলেজের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখে।

এত সবের মধ্যেও কলেজের বেশ কিছু সমস্যা রয়েছে। গত তিন বছরে কলেজ নতুন দুটি প্লট মিলিয়ে প্রায় ৩ একর জায়গা ক্রয় করে দুটি খেলার মাঠ ও একটি Shooting Range for NCC তৈরি করেছে। ছাত্রীদের স্বনির্ভর করার উদ্দেশ্যে ‘কল্যাণ’ একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় ‘বিঊটিশিয়ান’ ও ‘টেলারিং’ কোর্সের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয় এবং এইভাবে তাদের স্বাবলম্বী হওয়ার জন্য বিশেষ গুরুত্ব  দেওয়া হয়। বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য বিল্ডিং -এর ছাদে Solar Panal বসানোর চেষ্টা চলছে। কলেজের বিজ্ঞান  বিভাগকে শক্তিশালী করার জন্য আরও Teaching Post -এর জন্য আবেদন করা এবং গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যার মত বিষয়ে সাম্মানিক বিভাগ খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

১৯৮১ সাল থেকে পথ চলতে শুরু করা এই মহাবিদ্যালয় এখনো পর্যন্ত দুটিমাত্র পূর্ণ সময়ের অধ্যক্ষ (অধ্যাপক রঞ্জিত রায়, ড. শান্তি কুন্ডু) পেয়েছে। সুতরাং এ কলেজের অনেকটা সময় এগিয়েছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের হাতধরে।এখনো পর্যন্ত কলেজে মোট ১২টি পরিচালন সমিতির তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজের সার্বিক উন্নয়ন হয়েছে এবং আগামীদিনেও আরো এগিয়ে যাবে  এইআশা রাখি।আমি জ্ঞানত কলেজ সম্পর্কে যেটুকু জেনেছি তা সকলের উদ্দেশ্যে তুলে ধরার একটি ক্ষুদ্র প্রয়াস এই লেখাটি। সবশেষে জানাই কলেজের উন্নতির জন্য আরো কী কী করা যেতে পারে সেই বিষয়ে পরামর্শ দিয়ে যদি কেউ আমাদের কাছে লিখে পাঠান তাহলে আমরা খুব উপকৃত হব এবং তা সাধ্য মত বাস্তবায়িত করার চেষ্টা করব।

 

“সা বিদ্যা যা বিমুক্তয়ে”

ধন্যবাদান্তে

 অধ্যক্ষ  

 মহাত্মা গান্ধী কলেজ

লালপুর, হুড়া, পুরুলিয়া